Type Here to Get Search Results !
https://runative-syndicate.com/do2/12b90dbcf9d64dfba58a0e85c7b5ccdd/vast?extid={extid}

অনলাইনে মিটারের আবেদন কিভাবে করতে হয় | How to apply BREB Online Apply System

 



পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন । কিভাবে পল্লীবিদ্যুৎ মিটারের জন্য আবেদন করবেন । আপনারা যারা পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করতে চান এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওতে আমি step-by-step দেখিয়ে দিয়েছি কিভাবে মিটারের জন্য আবেদন করবেন। এবং সমস্ত প্রসেস দেখলে আপনি নিজেই মিটারের জন্য আবেদন করতে পারবেন। আপনার কারো সহায়তা নিতে হবে না। আবেদন শেষে আবেদনের কপিটি নিয়ে পল্লীবিদুৎ অফিসে গিয়ে পরবর্তী প্রসেস সম্পন্ন করে মিটারটি পাবেন। আবেদন করার জন্য আপনাকে যা যা করতে হবে তা হল আপনার ছবি তারপরে আপনার এনআইডি কার্ড এবং তার সাথে দিতে হবে আপনার জমির খতিয়ান। এ তিনটি জিনিস আপনার প্রয়োজন হবে তাছাড়া আপনার ঠিকানা সহ অন্যান্য বিষয় গুলি আপনি আবেদন করার সময় একটু সতর্কতার সাথে পূরণ করবেন। কোন প্রকার ভুল করবেন না আর আমি যেখানে যে বিষয়গুলো উল্লেখ করেছি সেগুলো সঠিকভাবে উল্লেখ করবেন। তাহলেই আপনার মিটার আবেদন সম্পূর্ণ হবে।
Tags

Post a Comment

0 Comments