প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজশাহী, খুলনা ও
ময়মনসিংহ বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী
প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি (DPE job circular 2023)
বিস্তারিত
দেওয়া হল।
Primary School Teacher Job Circular 2023
পদের নাম : সহকারী শিক্ষক
শিক্ষাগত
যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী
প্রার্থীরা অনলাইনে dpe.teletalk.com.bd ওয়েবসাইটের
মাধ্যমে আবেদন করতে পারবেন। ৩০ মার্চ ২০২৩ তারিখ সকাল সাড়ে ১০টা
থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়ে ১৪ এপ্রিল ২০২৩ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট
পর্যন্ত চলবে। তাই লক্ষ্য যাদের শিক্ষক হওয়ার আবেদনের শেষ দিনের জন্য
অপেক্ষা না করে পদটিতে আবেদন করতে পারেন এখনই। আবেদন করার পর
প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য সার্ভিস চার্জসহ ১১০ টাকা যে কোনো টেলিটক
মোবাইল নম্বর হতে এসএমএসের মাধ্যমে নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে।
<div id="adm-container-9353"></div><script data-cfasync="false" async type="text/javascript" src="//bmfads.com/app/display/items.php?9353&4342&0&0&4&1&0"></script>
<!-- BMFAds.com - Ad Display Code -->
আবেদন শুরুর সময় : ৩০ মার্চ ২০২৩ তারিখ
সকাল ১০:৩০ মিনিট থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময় : ১৪ এপ্রিল ২০২৩
তারিখ রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে।